সিএমপির টিআই মনিরুলের অপসারণের দাবি

Passenger Voice    |    ০৪:১৪ পিএম, ২০২৩-০৫-১৬


সিএমপির টিআই মনিরুলের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক: অবৈধ মেক্সিমা অটো টেম্পোর দালালদের সাথে আঁতাত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টি আই মনিরুল ইসলাম অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরীর সিএনজি- থ্রি হুইলার  চালক ও সহকারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন।

তিনি বলেন, পুলিশের এই কর্মকর্তার চাঁদাবাজীর প্রতিবাদ করায় আন্দোলনরত শ্রমিকদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে সাহাবউদ্দীন ও মাসুম নামের দুই শ্রমিক নেতাকে জেলে পাঠিয়েছে আকবর শাহ থানার পুলিশ। 

আজ ১৬ মে মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর ১১টা কর্নেল হাট মোড়ে বৈধ মেক্সিমা অটো টেম্পুর চালক ও মালিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা এইসব মন্তব্য করেছেন তিনি।

সভায় বক্তাগণ বলেন, “অনতিলম্বে এসকল রোডে চলাচলরত সকল অবৈধ মেক্সিমা গাড়ি বন্ধ করতে হবে ,চালকদের ট্রাফিক বক্সে নিয়ে নির্যাতন করে সাজানো মামলা দায়ের কারীদের বিরুদ্ধে দ্রুত  ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।  এ বিষয়ে আমরা মাননীয় পুলিশ কমিশনার সিএমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।”

মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিকআপ সিএনজি টেম্পু চালক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,  বিশেষ অতিথি ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, অলি আহমেদসহ পরিবহনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্যা/ভ/ম